নিজস্ব সংবাদদাতা : আজ থেকে শুরু প্রাথমিকের ২০১৭ সালের শিক্ষক নিয়োগের জেলাভিত্তিক কাউন্সেলিং প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে , কাউন্সেলিং হওয়া মাত্রই চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। ২০২২ সালের ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছিল ও ২০২৩ সালে হয় ইন্টারভিউ। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বছরের ৩১ জানুয়ারি ৯৫৩৩ জনের মেধাতালিকা প্রকাশ করে। এরপরেও যারা নিজস্ব জেলায় শূন্যপদের অভাবে চাকরি পাবেন না তাদের অন্য জেলায় চাকরি পাবার সুবিধার্থে সল্টলেক করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের মূল অফিসে কাউন্সেলিং প্রক্রিয়া করবে পর্ষদ। তাই জেলাভিত্তিক কাউন্সেলিং শেষ হওয়ার পর ওই মেধাতালিকা ভুক্ত চাকরিপ্রার্থীদের অপেক্ষা করার নির্দেশ জানিয়েছে পর্ষদ। জেলাভিত্তিক কাউন্সেলিং শেষ হওয়ার পর স্টেট লেভেল বা রাজ্যস্তরের ওই কাউন্সেলিং শুরু হবে। জেলাভিত্তিক কোনও শূন্যপদ যাতে ফাঁকা পরে না থাকে তার জন্য ইতিমধ্যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসি ও প্রাথমিক বিদ্যালয় সংসদগুলিকে কড়া নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
/anm-bengali/media/post_attachments/eac9367eb5bea1c1bae0f4b5fa8e84b31baa78f0a0b38c63d1b4745f5e5fadf9.jpeg)
/anm-bengali/media/post_attachments/9a0b45d19f0d0f97bb050107348c21ef0684a10619ed6c544b67e27f315043b2.jpeg)
/anm-bengali/media/post_attachments/f4700105d133224b89262b7646810e3a65ec167361bea6726c72366d6b933420.jpeg)