নিজস্ব সংবাদদাতা: প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচাপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পর্ষদ এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলে ডিভিশন বেঞ্চ ৩২ হাজার নিয়োগ বাতিলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে আগের রায় বহাল রাখে।
৩২ হাজার প্রাথমিক শিক্ষককে চাকরি পেতে বা চাকরি ধরে রাখতে নতুন করে ইন্টারভিউ দিতে হবে। এই নিয়ে উত্তাল নেট দুনিয়া। একটি ফেসবুক গ্রুপে জনৈক আরাত্রিকা চক্রবর্তীর করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট উঠে আসে আলোচনায়। লেখেন, 'Interview আমরা কেন দেব? ৬ বছর চাকরি করলাম, এখন উপহাষ কেন?' উপহাস বানান ভুল লেখা নিয়ে শুরু হয়েছে কটাক্ষ।