পিছিয়ে গেল ৩৯২৯ জনের নিয়োগ মামলা!

প্রাথমিকে ৩৯২৯ জনের নিয়োগ মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ করতে হবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
supreme court

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক শিক্ষক হিসাবে ৩৯২৯ জনের নিয়োগের মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল। বুধবার দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সিটি রবি কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মামলাটি পিছিয়ে যায়। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১২ জুলাই প্রাথমিকে নিয়োগের মূল মামলার সঙ্গে জুড়ে যাবে এই মামলাটিও। সে দিনই করা হবে এর শুনানি।

২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে দু’টি নিয়োগ সম্পন্ন হয়। ২০২০ সালে ১৬,৫০০ পদে নিয়োগের কথা জানায় রাজ্য সরকার তথা পর্ষদ। কিন্তু পরবর্তী সময়ে সব পদ পূরণ করা হয়নি বলে অভিযোগ সামনে আসে। সম্প্রতি কলকাতা হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত এক মামলার শুনানিতে একটি তথ্য সামনে আসে। জানা যায় যে  ১৬,৫০০ পদের মধ্যে সাড়ে ১২ হাজার পদে নিয়োগ হয়েছে। অর্থাৎ, ঘোষণা সত্ত্বেও ৩৯২৯ পদে নিয়োগ হয়নি।