নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার জামাই ষষ্ঠীর বাজার প্রকৃত অর্থেই আগুন। কলকাতায় এক কেজি ওজনের ইলিশের দাম ১৮০০ থেকে ২০০০ টাকা ছুঁয়েছে। গলদা চিংড়ি কেজি প্রতি ৫৫০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাগদা চিংড়ি প্রতি কিলো ৭০০ থেকে ৮০০ টাকা। চিকেনের দাম ২২০টাকা থেকে ২৪০ টাকার মধ্যে রয়েছে। পাঁঠার মাংসের দাম কেজি প্রতি ৭৬০ টাকা থেকে ৮২০ টাকা। আমের দামেও লাগছে ছ্যাঁকা। ফজলি, ল্যাংড়া, হিমসাগর এখন ১০০ টাকা থেকে ১৫০ টাকা প্রতি কেজিতে হচ্ছে বিক্রি।