নিজস্ব সংবাদদাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) আইসি ছাত্র সংগঠনের বার্ষিক ফেস্ট চলাকালীন এসএফআইয়ের (SFI) বিরুদ্ধে সেই ফেস্টে ইচ্ছাকৃত ঝামেলার অভিযোগ। একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় ক্যাম্পাসে 'আইকন' নামে একটি অনুষ্ঠান চলছিল। যেখানে সংগীতশিল্পী পটা গান গাওয়ার জন্য উপস্থিত ছিলেন। কিন্তু এসএফআই বিরুদ্ধে অনুষ্ঠানে ব্যাপক ঝামেলা অভিযোগ। অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দিয়ে ফিরে যেতে বাধ্য হন সংগীতশিল্পী পটা। এমনটাই অভিযোগ আইসির।
অন্যদিকে এসএফআইয়ের অভিযোগ, আইসি বহিরাগতদের ঢুকিয়ে ইচ্ছাকৃতভাবে ঝামেলা বাধিয়েছে। ক্যাম্পাসে পড়ুয়াদের সঙ্গে অভব্য আচরণ করেছে। বিজেপি ও টিএমসিআর মদতে ক্যাম্পাসে ধর্মীয় ও বিদ্বেষমূলক আচরণ করেছে। এসএফআইয়ের আরও অভিযোগ, ১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন সেখানেও ঝামেলা করেছে আইসি। এ বিষয় নিয়ে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পরবর্তীতে কর্তৃপক্ষ পড়ুয়াদের ক্যাম্পাস খালি করে দিতে বলে এবং পরবর্তীতে ক্যাম্পাস খালি করে দেওয়া হয়।