নিজস্ব সংবাদদাতা: অভিষেক ব্যানার্জীকে কটাক্ষ বিজেপি নেতা তথাগত রায়ের।
এই নেতা X হ্যান্ডেলে লেখেন, অভিষেক ব্যানার্জীর প্রশংসা করার প্রতিযোগিতা চলছে তৃণমূল কংগ্রেসে।কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক হিসেবে উত্তরাধিকার সূত্রে ওকে নেতা বানানো হয়েছে।আসলে তৃণমূল কংগ্রেস যে লালু, মুলায়ম,করুণানিধি ইত্যাদির ন্যায় একটি পারিবারিক দল সেটা বলার অপেক্ষা রাখে না।ভারতের রাজনীতিতে এই আদর্শহীন রাজতন্ত্রের ন্যায় মানসিকতা রাখা দলগুলো জনগণের সমর্থন পেতে সক্ষম হয়।এটাই আমাদের গণতন্ত্রের দুর্ভাগ্যজনক ঘটনা।আর এই কারণে এই দলগুলোতে স্তাবকতা একটা গুরুত্বপূর্ণ বিষয় |
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দলের একাংশকে হুঁশিয়ারি দিলেন উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি বলেন, "কিছু তালেবর নিজেদের বড় মনে করছেন। বহু হনুমানের লেজ কাটা যাবে। এই লেজকাটা বাঁদরের দল রাস্তায় ঘুরবে। "বহু হনুমানের লেজ কাটা যাবে, আর এক মাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন!"