কলকাতা: পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ৫০ বছর উদযাপনে হাজির ছিলেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাঁরা দূষণ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপিত করেন। অন্যান্য অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন আইএএস, সেচ ও জলপথ বিভাগের প্রধান সচিব প্রভাত কুমার মিশ্র।
আইএএস, সেচ ও জলপথ বিভাগের প্রধান সচিব প্রভাত কুমার মিশ্র বলেন, 'আমি খুবই আনন্দিত যে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৫০ বছর সম্পূর্ণ করল। খুব বড় মাইলস্টোন। আমি কিছুটা সময় পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে যুক্ত ছিলাম। তারপরে আমি মূলত জল বিভাগেই কাজ করে এসেছি। জল নিয়েই সামান্য কিছু কথা বলব। আগে দেখছিলাম যে আমাদের রাজ্যে প্রচুর জল...তো মনে হয় যে আমাদের জল নিয়ে খুব একটা সমস্যা নেই কিন্তু তা নয়'। এছাড়াও আর কী কী তিনি বললেন শুনে নেওয়া যাক।