নিজস্ব সংবাদদাতা: সরবেড়িয়া বাজারে শেখ শাহজাহানের নামে বাজারের দেওয়ালে কালো কালিতে লেখা একের পর এক পোস্টার। তাতে লেখা, 'মিথ্যে অপপ্রচার, ইডি, সিবিআই দিয়ে জননেতা শেখ সাহজাহানকে দমানো যাচ্ছে না যাবে না। সৌজন্যে সন্দেশখালি যুব তৃণমূল কংগ্রেস'। এই পোস্টারগুলি বেশ কিছুদিন আগের হতে পারে বলেই অনুমান।
/anm-bengali/media/media_files/vGkAguIcdcKmqmihh4gm.jpg)
শাহজাহান জেলে থাকলেও একটা চাপা আতঙ্ক রয়েছে প্রতিবাদীদের মধ্যে। তার মধ্যেই একদিকে শেখ শাহজাহানকে জননেতা বলা হচ্ছে আর অন্যদিকে বিজেপি দেওয়ালে লিখেছে, 'জমি নিয়েছ পিঠেও খেয়েছ তুলেছ নোনা জল শোষিত-নিপীড়িত মায়েরা আনবে রাজ্যে মোদী কল'।
/anm-bengali/media/post_attachments/1d5d54467cf1a54063eedc2db3d9307541544ac2a8e7795b9cdd20dbaea09cdf.jpeg)