'বহিরাগত অভিনেতা-অভিনেত্রী চাই না'! নুসরতের নামে পড়ল পোস্টার?

২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রার্থী করতে হলে এলাকার ভূমিপুত্র এবং কাছের ও কাজের মানুষকে দেখতে চায় মানুষ, এই মর্মে পড়ল পোস্টার।

author-image
Anusmita Bhattacharya
New Update
nusratmamata

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হাড়োয়ার কুলটি, বাদুড়িয়া সহ বিভিন্ন জায়গায় ছোটো ছোটো সাদা কাগজে লেখা পোস্টার।  লোকসভা নির্বাচনের আগে প্রার্থী নিয়ে হাড়োয়া ও বাদুড়িয়ায় পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। "২০২৪-এ লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে বহিরাগত অভিনেতা-অভিনেত্রী চাই না। আমরা কাজের মানুষ, শিক্ষিত, সত্‍, স্বচ্ছ ভাবমূর্তির ভূমিপুত্রকে সাংসদ হিসাবে দেখতে চাই", এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দল চলে এল সামনে। 

২০১৯-এর লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু এখন তৃণমূলেরই একাংশের দাবি, তিনি সাংসদ হওয়ার পর এলাকায় বিশেষ উন্নয়ন হয়নি। তাঁকে এলাকার সাধারণ মানুষ তো দূরে থাক, তৃণমূলের কর্মীবৃন্দরাও নাকি দেখতে পান না। গত ৫ বছরে বড় কোনও সমাবেশ ছাড়া নাকি তিনি আসেননি। 

hiring.jpg