ভরা শ্রাবণে নতুন ঘূর্ণাবর্ত! ভাসবে কি শহর?

সারাদিন সঙ্গী বৃষ্টি! ভাসতে চলেছে কলকাতা! ব্যাপক বদল আসতে চলেছে আবহাওয়ায়। মঙ্গলে কি তবে হতে চলেছে অমঙ্গল! বানভাসী পরিস্থিতির আশঙ্কা। ঘূর্ণাবর্তের হাতছানি।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
ddddddd

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : একেই ভরা শ্রাবণ তার ওপর ঘূর্ণাবর্তের হাতছানি, দিনভর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। তবে কি ভাসবে শহরতলী? মঙ্গলেই বঙ্গোপসাগরে  তৈরি হওয়ার কথা একটি নতুন ঘূর্ণাবর্তের। ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে ওড়িশার বালাসোরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটি। এদিকে সকাল থেকেই চলছে নীল আকাশ ও কালো আকাশের খেলা। কখনও আকাশ নীল, শরতের মতো, আবার কখনও কালো মেঘে ভরা। তাপমাত্রাও আজ অনেকটাই কম। তবে আর্দ্রতাজনিত বজায় থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস। তবে, ভারী বর্ষণ নয়, দফায় দফায় চলবে বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের জন্য এই সময়টা মোটেও সুখকর নয়। কারণ ঘূর্ণাবর্তের প্রভাবে বানভাসী অবস্থার সৃষ্টি হতে পারে।