বর্ষার কামব্যাক! মাটি পুজোর বাজার! কী হবে শরতে?

ফিরছে বর্ষা! কী হবে পুজোয়? কেমন থাকবে পুজোর আকাশ? নীল আকাশে সাদা মেঘের ভেলা কি ভেসে বেড়াবে নাকি আকাশের মুখ থাকবে ভার। অসময়ের বৃষ্টিতে উঠছে এমনই সব প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
New Update
১২

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ভাদ্র মাসেও মুষলধারে বৃষ্টি! শ্রাবণ আর ভাদ্র যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। পুজোর আর এক মাস বাকি। এখন সময় পুজোর বাজার করার। কিন্তু যখন তখন বৃষ্টি এসে পড়ায় মুশকিলে পড়ছে আমজনতা থেকে দোকান ব্যবসায়ীরা। এমতাবস্থায় মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কী পুজোর আনন্দেও জল ঢালবে এই অসময়ের বৃষ্টি? শরতেও কি দোসর হবে বর্ষা? তবে সেপ্টেম্বরের প্রথম দিনের আবহাওয়া দেখে মাসভর বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়ার নয়। শুক্রবার থেকে বর্ষা আরো চাঙ্গা হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আইএমডির পূর্বাভাস বলছে,দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফের একবার সক্রিয় হবে সপ্তাহান্তে। এল নিনোর প্রভাবে যে বৃষ্টিপাত কমেছিল সেই ঘাটতি পূরণ হয় কিনা সেটাই এখন দেখার।এদিকে যখন তখনের বৃষ্টিতে মাথায় হাত প্রতিমা শিল্পীদের। রোদের দেখা না মিললে কিভাবে সম্পূর্ণ হবে প্রতিমা নির্মাণের কাজ তা নিয়ে দুশ্চিন্তায় তারা।