নিজস্ব সংবাদদাতা: পুজোর কার্নিভালে যাওয়ার সময় জরুরি বিভাগের দায়িত্বে থাকা কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়কে পুলিশ আটক করে। তাঁকে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়। আইএমএর চিকিৎসকদের চাপে আটক ডাক্তারবাবুকে ছেড়ে দেয় পুলিশ। তপোব্রত রায় বলেন, তাঁকে কেন আটক করা হচ্ছে? কোন থানায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।
জানা যায়, পুজো কার্নিভালের মেডিক্যাল টিমে সঙ্গে যুক্ত ছিলেন তপোব্রত রায়। তিনি কাজে যোগ দিতে রেড রোডে যাচ্ছিলেন। তার আগে পুলিশ তাঁর গাড়ি আটকায়। তাঁর সঙ্গে থাকা ফার্স্ট এইডের বাক্সটি খুলে দেখেন। তারপরেই কোনও কথা না বলে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়। কেন তোলা হল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়ে তাঁকে পুলিশের তরফে কোনও তথ্য দেওয়া হয় না। জানা যায়, শিরদাঁড়া বিক্রি নেই লেখা ছিল টি তাঁর শার্টে। অনশনকারীদের সমর্থন জানিয়ে তিনি ব্যাজ পরেছিলেন। আর তারপরই ওই চিকিৎসককে আটক করা হয়েছিল।
অন্যদিকে, ময়দান থানার সামনে জনতা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা দাবি করতে থাকে ঘটনার জন্য ময়দানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ক্ষমা চাইতে হবে। কিন্তু পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তারা কোনও ক্ষমা চাইবে না। শুধু তাই নয়, বলা হয়েছে, জনতাকে নিয়ন্ত্রণ করার পর্যাপ্ত ফোর্স তাদের কাছে রয়েছে।