পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদের পুজো করার জন্য পুলিশি পাহারার প্রয়োজন হচ্ছে! উঠছে বিস্ফোরক অভিযোগ

বিজেপি নেতা তরুণ জ্য়োতি তিওয়ারি টুইট করে লিখেছেন, পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদের পুজো করার জন্য পুলিশি পাহারার প্রয়োজন হচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
aaaaa


নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তরুণ জ্য়োতি তিওয়ারি টুইট করে লিখেছেন, " পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদের পুজো করার জন্য পুলিশি পাহারার প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত গ্রামের ঘটনা নয় এটি খোদ কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ঘটনা। মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ালো এবং হাইকোর্টের নির্দেশে পুজো হচ্ছে পুলিশি পাহারাতে।

যে সাব্বির আলীর দাপটের ফলে এটা হল সে তৃণমূল নেতা। পুলিশের উচিত ছিল ওকে গ্রেফতার করা কিন্তু ওকে গ্রেফতার না করে পুলিশি পাহারা দিয়ে পুজো করানোর প্রয়োজন পড়ল। পশ্চিমবঙ্গের হিন্দুরা জাগবে কবে?  ভাতাতেই খুশি? 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার ভোটব্যাঙ্ক কারা। তিনি জানেন যে তাদের মূল ভোটব্যাংকের কাছে মূর্তিপূজো হারাম। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রীর দুধ দেওয়া গরুরা সবাইকে গুঁতিয়ে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী চুপচাপ দেখছেন বিষয়টা কারণ তিনি জানেন যে এই বিশেষ শ্রেণীর মানুষ হল তাদের ভোটব্যাঙ্ক। হিন্দু জাগবে কবে?"