নিজস্ব সংবাদদাতা: অতীতে নবান্ন অভিযানকে ঘিরে এতো তৎপরতা কখনোই নজরে আসেনি। প্রেস মিটের পর প্রেস মিট। বক্তব্য যদিও এক, কিন্তু তারপরও একটুকুও ফাঁক ফোঁকড় রাখতে চাইছে না প্রশাসন। আর তাই বোধহয় দুপুরে সাংবাদিক বৈঠকের পরও সন্ধ্যায় ফের সাংবাদিক বৈঠক করলো কলকাতা পুলিশ।
কেননা মাঝে পুলিশের প্রথম সাংবাদিক বৈঠকের পর পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কালকের নবান্ন অভিযান নিয়ে বৈঠক করেন। সেখানে তারা সাফ ভাষায় জানিয়ে দেন পুলিশের অনুমতি নিয়েই কাল তারা অভিযান করছেন। তাই তাঁদের প্রেস মিট শেষ হতেই ফের সাংবাদিক বৈঠক করলো পুলিশ।
সাফ ভাষায় জানিয়ে দেওয়া হল, দুপুরের প্রেস মিটের পর তাঁদের কাছে দুটি মেইল আসে। যেখানে একটি ছিল ছাত্র সমাজের আর অন্যটি ছিল নাগরিক যৌথ মঞ্চের। তবে দুটি ক্ষেত্রেই তারা কোনও সম্মতি দিচ্ছেন না। কেননা কাল নিট পরীক্ষা রয়েছে। আর তার জন্যে পুলিশ কাল জমায়েতের ক্ষেত্রেই অনুমতি দিচ্ছে না।