নিজস্ব সংবাদদাতা: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিহারের বাসিন্দা। অভিযুক্ত ১৭ বছরের কিশোর। আগের দিনই সে বিহার থেকে ট্রেনে কলকাতায় পৌঁছায়। সুশান্ত ঘোষকে সে চিনতো না। ছবি দেখিয়ে তাকে খুন করার সুপারি দেওয়া হয়েছিল বলে অভিযুক্ত কিশোর জানিয়েছে। তবে প্রশ্ন উঠছে, কে তৃণমূল কাউন্সিলরকে খুন করার চেষ্টা করেছে। তৃণমূল কাউন্সিলরও জানিয়েছেন, এই সুপারি দিয়ে হত্যার পেছনে অনেক বড় মাথা রয়েছে।
প্রসঙ্গত, সুশান্ত ঘোষের দাবি, তিনি বাড়ির সামনে যখন বসেছিলেন, তখন দু’জন তাঁর সামনে আসে। তাঁর বুকে বন্দুক ঠেকায়। অভিযোগ, একজন বন্দুকের ট্রিগার চাপে। কিন্তু ট্রিগার লক হয়ে যায়। তখন আরও একবার ট্রিগার চাপে সেই যুবক। কিন্তু তখনও লক হয়ে যায়। সুশান্ত ঘোষ সে সময় দুষ্কৃতীর হাতে থাপ্পড় মারেন। তখন বন্দুক দুষ্কৃতীর হাত থেকে পড়ে যায়। তখন গুলি ছিটকে বাড়ির দরজায় লাগে।
চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন, তখন দুষ্কৃতী বন্দুক তোলার চেষ্টা করে। তখন স্থানীয় বাসিন্দারাই ধরে ফেলে ওই দুষ্কৃতীকে। অভিযুক্তকে গণধোলাই দেওয়া হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যে দুষ্কৃতী বাইক নিয়ে এসেছিল, সে চম্পট দেয়।