নিজস্ব সংবাদদাতা : জুনিয়র চিকিৎসকরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অভয়া পরিক্রমার পরিকল্পনা করা হয়েছে। অভয়া পরিক্রমার প্রথম দিনেই পুলিশের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের মধ্যে বচসা শুরু হয়। ম্যাটাডোর নিয়ে জুনিয়র চিকিৎসকরা অভয়ার একটি প্রতীকী মূর্তি নিয়ে অভয়া পরিক্রমা শুরু করেন। চাঁদনী চকে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন জুনিয়র চিকিৎসকরা। পুলিশ চাবি কেড়ে নিতেই প্রথমে জুনিয়র চিকিৎসকরা ঠেলে ম্যাটাডোর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে জুনিয়র চিকিৎসকরা অভয়ার প্রতীকী মূর্তি নিয়েই রাস্তায় হাঁটতে থাকেন। জুনিয়র চিকিৎসকরা জানান, যেখানে তাঁরা পুলিশের বাধা পাবেন, সেখানে তাঁরা হেঁটে পরিক্রমা করতে বের হবেন। তাঁরা পরিক্রমা করতে বেরিয়েছেন। কোনও অপরাধ তো করেননি।
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ সহ কলকাতার একাধিক মেডিক্যাল কলেজের সিনিয়র শতাধিক সিনিয়র চিকিৎসকরা গণইস্তফা দিয়েছেন। তাঁরা বলেন, চাইলে তাঁরা ব্যক্তিগতভাবেও ইস্তফা দিতে পারেন। এর ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে যেতে পারে।