স্কুলে ছাত্র মৃত্যু, শরীর জুড়ে আঘাতের চিহ্ন! বিক্ষোভ, স্তব্ধ রাজপথ

ছাত্র মৃত্যুর ঘটনায় বিক্ষোভকারীরা জানিয়েছেন, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার না করা হলে বিক্ষোভ উঠবে না।

author-image
Aniruddha Chakraborty
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতাঃ স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে অবরুদ্ধ শহরের রাজপথ। সোমবার সিলভার পয়েন্ট হাইস্কুলের পড়ুয়ার মৃত্যু হয় স্কুলের ছ'তলা থেকে পড়ে। ঘটনায় স্কুলের বিরুদ্ধে ওঠে অভিযোগ। মানসিক চাপ দেওয়ার অভিযোগ তোলে মৃত শেখ শানের পরিবার। মঙ্গলবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করার পর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। কিন্তু দেহ থানার সামনে রেখেই শুরু হয়েছে বিক্ষোভ। সন্ধ্যায় কসবা থানার সামনে বসে পড়েন মৃতের আত্মীয় ও পরিজনেরা। বিক্ষোভে সামিল হন স্কুলের অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরাও। বিক্ষোভের জেরে স্তব্ধ হয়ে গিয়েছে রাসবিহারী অ্যাভিনিউ। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলছে অবস্থান বিক্ষোভ।