নিজস্ব সংবাদদাতাঃ বুধবার কলকাতার রাজপথে মিছিলের ডাক দিয়েছে বিজেপি। পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে অশান্তি ও হিংসার প্রতিবাদে আগামীকাল রাস্তায় নামার কথা বঙ্গ বিজেপির। কিন্তু মিছিলের ২৪ ঘণ্টা আগে কর্মসূচি ঘিরে ধোঁয়াশা। সূত্রে খবর, আগামীকাল বিজেপির মিছিলের জন্য অনুমতি দেয়নি লালবাজার। আর এই নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে বাংলায়। কারণ, দু’দিন পরেই তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ। তার আগে বুধবার কলকাতার রাজপথে এই মিছিল থেকে শাসক দলের অস্বস্তি আরও বাড়ানোর চেষ্টায় বঙ্গ বিজেপি শিবির। কিন্তু কর্মসূচির ২৪ ঘণ্টা আগে জানা যাচ্ছে, অনুমতি মেলেনি পুলিশের তরফে।
তবে পুলিশের অনুমতি না থাকলেও মিছিল হবে, হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করা, মিটিং-মিছিল করা রাজনৈতিক দলের অধিকার। মিছিল চলবে, পুলিশ আটকানোর চেষ্টা করবে। পুলিশ ব্যারিকেড করবে, আমরা ব্যারিকেড ভাঙব। এভাবেই রাজনৈতিক আন্দোলন চলে।"