নিজস্ব সংবাদদাতাঃ চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখানোর জন্য উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে আজ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে কালীঘাট থানার পুলিশ। সরকারি কর্মীকে নিগ্রহ, কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। এই ঘটনায় মহিলা চাকরিপ্রার্থী সহ ৫৯ জনকে গ্রেফতার করা হয়। এসবের পর শনিবার অর্থাৎ আজ সন্ধ্যায় জানা গিয়েছে, ধোপে টিকল না পুলিশের সওয়াল, গ্রেফতারকৃত ৫৯ জন চাকরিপ্রার্থীদের মধ্যে ৫৫ জনকে জামিন দেওয়া হয়েছে এবং ৪ জনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রে খবর, ৫৫ জন মহিলা চাকরিপ্রার্থীর জামিন মঞ্জুর করা হয়েছে এবং ৪ জন পুরুষ চাকরিপ্রার্থীর ২৫ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।