স্বপ্নদীপের মৃত্যু: পুলিশ থানায় তলব করল ট্যাক্সিচালককে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রের সঙ্গে ঘটা ওই ঘটনার পর সে যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল ঠিক সেই সময়ে যে ট্যাক্সিতে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই চালককে ডেকে জেরা করল পুলিশ।

author-image
Anusmita Bhattacharya
New Update
hostel

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় ট্যাক্সিচালককে ডেকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। বৃহস্পতিবার যাদবপুর থানায় তাঁকে জেরা করেন তদন্তকারীরা। গত ৯ অগাস্ট রাতে তিনি কী কী দেখেছিলেন তা বিস্তারে জানালেন ট্যাক্সিচালক তুলসি যাদব। এই ঘটনার তদন্তে তাঁর বয়ান বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা।

ট্যাক্সিচালক বলেন, ঘটনার রাতে তিনি বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময়েই তিন চারজন ছাত্র তাঁকে হাত দেখিয়ে থামতে বলে। জানায়, এমারজেন্সি কেস আছে যেতে হবে। গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে ও ড্রাইভারকে হস্টেলের ভিতরে নিয়ে যায়। সেখানে একটা ছেলেকে কোলে করে পিছনের সিটে তোলে কয়েকজন ছাত্র। ছেলেটার দেহে পোশাক নেই। মাথায় একটা গামছা। গাড়িতে উঠে ছাত্ররা KPC মেডিক্যাল কলেজে যেতে বলে। দিয়ে ট্যাক্সি নিয়ে আবার ভাড়া খুঁজতে বেরিয়ে পড়েন চালক।