ধর্মতলায় মহাসমাবেশে আচমকা পুলিশি হানা! কী বলছেন জুনিয়র চিকিৎসকরা

ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের মহাসমাবেশে পুলিশ উপস্থিত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
junior doctors rally

নিজস্ব সংবাদদাতা: মহালয়ার দিন মহামিছিলের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল ধর্মতলা পর্যন্ত ছিল। সেই মিছিলে অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। মিছিল শেষে ধর্মতলায় মহাসমাবেশ করার পরিকল্পনা ছিল। কিন্তু সেই মহাসমাবেশ স্থলে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। কী নির্দেশ দিচ্ছেন জুনিয়র চিকিৎসকদের। 

জানা গিয়েছে, সাতটা পর্যন্ত সময় ছিল এই মহাসমাবেশের। কিন্তু সাতটা পেরিয়ে গেছে। সেই কারণে পুলিশ এসেছে। পুলিশের সঙ্গে সিনিয়র চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা কথা বলছেন। মহাসমাবেশ এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে চিকিৎসকরা সওয়াল করছেন। মিছিলে এক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বলেন, " অভয়ার ন্যায়বিচারের ৫৪তম দিন। আজও বিচারহীন। আমার মনে হয়, সকলের ব্যক্তিগত সমস্যা দূরে রেখে ন্যায় বিচারের দাবি আরও জোরাল হওয়া প্রয়োজন। আজ মহালয়ার দিন। মা স্বয়ং  মর্ত্যলোকে নেমে এসেছেন আমাদের সঙ্গে এই অসুর নিধরনের কাজে। আজ লড়ছি, লড়ব। যে কোনও মূল্যে বিচার আমরা ছিনিয়ে আনব। "

জুনিয়র চিকিৎসকরা নতুন করে কর্মবিরতি ডেকেছেন। এই প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকরা বলেন, তাঁদের নিরাপত্তা এখনও নিশ্চিত নয়। তার প্রমাণ সাগর দত্ত মেডিক্যাল কলেজ। সেখানে রোগীর পরিবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের মারধর করেছেন। এছাড়াও জুনিয়র চিকিৎসকদের ওপর হুমকি অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি নিজেদের নিরাপত্তার দাবি সহ আরও একাধিক দাবিতে তাঁরা কর্মবিরতি নতুন করে শুরু করেছেন। 

 tamacha4.jpeg