আসফাকুল্লার কাকদ্বীপের বাড়িতে পুলিশ

প্রথমে সই, তারিখ ছাড়া রাজ্য মেডিক্যালের নোটিস। তারপরই বাড়িতে পুলিশি তল্লাশি। অভিযোগ আরজি করের ইএনটি বিভাগের জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Asfakullah

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: প্রথমে সই, তারিখ ছাড়া রাজ্য মেডিক্যালের নোটিস। তারপরই বাড়িতে পুলিশি তল্লাশি। অভিযোগ আরজি করের ইএনটি বিভাগের জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার সকালে ৩০-৪০ জন পুলিশ আচমকা তাঁর কাকদ্বীপের রামতনু নগরের বাড়িতে হানা দেয়। তল্লাশির নামে বাড়ি তছনছ করে তাঁরা।

'পিজিটি আসফাকুল্লা নিজেকে ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক বলে দাবি করছেন', সম্প্রতি এই অভিযোগ করেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ আসফাকুল্লা। পুলিশের নোটিস দিয়ে আন্দোলন দমানো যাবে না, দাবি অনিকেত মাহাতোর। 

আসফাকুল্লা তাঁর ফেসবুক পোস্ট করে বলেন, আমি অনুরোধ করছি। আমার পরিবারের সদস্যদের ক্যামেরা নিয়ে, পুলিশের পোশাক পরে ভয় না দেখিয়ে, সাহস থাকলয়ে কলকাতার বুকে আরজি কর হাসপাতালে ড. আসফাকুল্লা নাইয়া আছে। এখানে আসুন, আপনাদের যা প্রশ্ন আছে আমাকে করুন। আমি জীবনে একটা পয়সা এদিক ওদিক করিনি। জ্ঞানত, জীবনে একটা অন্যায় করিনি। শুধুমাত্র আরজি করে নির্যাতিতার পক্ষে দাঁড়িয়ে দুটো সত্যি কথা বলেছি বলেছি বলে আজ বাড়িতে পুলিশ চলে আসছে।'