মুখ্যমন্ত্রী মমতার বাড়ি ভাঙচুরের ছক! গ্রেফতার ৫-শোরগোল বাংলায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
mamata sadq2.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতার বাড়ি ভাঙচুরের ছক কষার অভিযোগের ঘটনায় অডিও ক্লিপ ভাইরাল হতেই আরও চারজনকে গ্রেফতার করল পুলিশ। এর আগে গ্রেফতার হয়েছিল একজন। পুলিশ সূত্রে খবর, এবার নতুন করে আরও চারজন গ্রেফতার হলেন। তাদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, আরজি করের ঘটনায় বিচারের দাবিতে 'উই ওয়ান্ট জাস্টিস' নামে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন সুখেন্দু শেখর নামে এক ব্যক্তি। পুলিশের দাবি, ওই গ্রুপে একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়। শুভম সেন নামে এক যুবক এই অডিও পোস্ট করেন। যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক কষা হয়েছিল বলে পুলিশের অভিযোগ। এরপর সেই ক্লিপটি ভাইরাল হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তাঁকে জেরা করে অরিজিৎ দে ও স্বাগত বন্দ্যোপাধ্যায় নামে আরও দু’জনকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। পাশাপাশি বর্ষা ঘোষ ও কৃষ্ণা ঘোষ নামে আরও দুই মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই বর্ষা আবার শুভমের বান্ধবীর। একই সঙ্গে প্রবীর দাস নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক প্রতিনিধিকেও গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই বারো খানা মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।