নিজস্ব সংবাদদাতা: আগামী ২৫ আগস্ট ছিল ছোট্ট সৌরনীলের জন্মদিন। সাত বছরের জন্মদিন আর সশরীরে পালন করা হবে না তার। তার আগেই আজ সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ওই শিশুর।
শুক্রবার সকালে বাবার সঙ্গে সাইকেলে চেপে বেহালা চৌরাস্তা মোড়ের কাছে স্কুল যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল সাত বছরের সৌরনীল সরকার। ঠিক সেই সময়ে বেপরোয়া গতিতে ছুটে আসা এক লরি সোজা ধাক্কা মেরে সাইকেলে। পিষে যায় ছোট্ট শিশুটি।
দুর্ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। চরম রণক্ষেত্রের পরিস্থিতি দেখে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়। বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা থাকলেও ওই মর্মান্তিক ঘটনার পর কোথায় ছিল পুলিশ? প্রশ্ন তুলেছে স্থানীয়রা। একটা শিশুকে যে রাজ্য নিরাপত্তা দিতে পারে না সেই রাজ্যের রক্ষকের থেকে আর কী প্রত্যাশা করা যায়?