নিজস্ব সংবাদদাতাঃ প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে মারা যান সমরেশ মজুমদার। পুরস্কারপ্রাপ্ত লেখকের বয়স হয়েছিল ৭৯ বছর।
প্রধানমন্ত্রী বলেন, "প্রয়াত লেখকের রচনায় পশ্চিমবঙ্গের সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
সমরেশ মজুমদার বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।"
সমরেশ মজুমদার 'উত্তরাধিকার', 'কালপুরুষ', 'সাতকাহন' এবং 'অ্যাডভেঞ্চারস অফ ডিটেকটিভ অর্জুন' ছবিতেও পরিচিত। ১৯৮৪ সালে 'কালবেলা' ছবির জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার সহ অসংখ্য প্রশংসিত হয়েছেন এই লেখক-কবি।