নিজস্ব সংবাদদাতা: জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্ল্যানিং ইস্যু নিয়ে শোরগোল চলছে। এবার ফের শোরগোল ফেলে দেওয়া প্রশ্ন তুললেন দেবাংশু ভট্টাচার্য।
দেবাংশু ভট্টাচার্য ট্যুইট করে বলেছেন, "ছিঃ ছিঃ! তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে মানুষকে ক্ষেপিয়ে তোলার জন্য শেষমেষ জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্ল্যানিং? ভাবতেও অবাক লাগে, সেই প্ল্যানিংয়ের অন্যতম অংশ সিপিএম তথা DYFI নেতা কলতান। এখন প্রশ্ন, এই কথোপকথনের "সাহেব" ব্যক্তিটি কে? DYFI নেত্রী মীনাক্ষী? নাকি মহম্মদ সেলিম? পুলিশকে "মাথা" ধরতে হবে। আজকে আমি নিশ্চিত, ১৪ তারিখ রাতের হামলার ঘটনাতেও এরাই যুক্ত"।
দেবাংশু ভট্টাচার্যর তোলা প্রশ্ন ঘিরে শোরগোল শুরু হয়েছে।
. . . . . . . . . . . . . . .