দায়ের হল জনস্বার্থ মামলা
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির ক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে বারবার। এবার সেই অভিযোগের জল গড়াল কলকাতা হাই কোর্টে। দায়ের হল জনস্বার্থ মামলা।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির ক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে বারবার। এবার সেই অভিযোগের জল গড়াল কলকাতা হাই কোর্টে। দায়ের হল জনস্বার্থ মামলা।
অভিযোগ কেন্দ্রের এই প্রকল্পে তারা কোনও আর্থিক সহায়তা করছে না। ২০১৬ সালের এই প্রকল্পে কেন্দ্রের ৬০ শতাংশ আর্থিক সাহায্য ও রাজ্যের ৪০ শতাংশ আর্থিক সাহায্য থাকার কথা।
দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজনদের জন্য কাঁচা বাড়িকে পাকা বাড়িতে রূপান্তরের জন্য এই আবাস যোজনা। কিন্তু কেন্দ্র দীর্ঘদিন ধরেই এ রাজ্যে এই যোজনায় তাদের ভাগের টাকা দেওয়া বন্ধ রেখেছে। তাতে ধাক্কা খাচ্ছে প্রকল্প।
{{ primary_category.name }}