হাইকোর্টে মামলা কুণালের! মমতার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় খবর

বেশ কয়েকবার নানা ধরনের সমালোচনা এবং অভিযোগের মুখে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্য সাথী প্রকল্প। এবার মামলা দায়ের করা হল।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatasad

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক চিকিৎসক। মামলাকারী কুণাল সাহা দাবি করেন যে স্বাস্থ্যসাথী কার্ডের নামে মিথ্যা প্রচার করছে রাজ্য সরকার। গরিব মানুষ আদতে নাকি সাহায্যই পাচ্ছেন না। এই মর্মে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দেয় তাঁকে। 

রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তাৎপর্যপূর্ণ পদক্ষেপ স্বাস্থ্যসাথী কার্ড। এই কার্ডের মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। তবে মাঝে মাঝেই নানা অভিযোগে বিদ্ধ হয় এই প্রকল্প। স্বাস্থ্যসাথী কার্ড ফেরানো হলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।