শারীরিক অবস্থার অবনতি উত্তরবঙ্গে অনশনরত দুই জুনিয়র চিকিৎসকের! কঠোর সিদ্ধান্তের পথে চিকিৎসকরা

উত্তরবঙ্গে অনশনরত দুই জুনিয়র চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি।

author-image
Tamalika Chakraborty
New Update
Junior doctor protest

নিজস্ব সংবাদদাতা: একদিকে ধর্মতলায় যেমন সাত জন জুনিয়র চিকিৎসক অনশন করছিলেন। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুই জন জুনিয়র চিকিৎসক অনশন করছিলেন। উত্তবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত দুই জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ইতিমধ্যে হাসপাতালে ICU এর ব্যবস্থা করা হয়েছে। বার বার অনশন তুলে নেওয়ার কথা বললেও জুনিয়র চিকিৎসকরা অনশন থেকে সরতে নারাজ। অন্যদিকে,  অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও স্থিতিশীল। 

অনিকেতের চিকিৎসকরা জানান, লিভার ঠিকমতো কাজ করছে না বলে আশঙ্কা। সেই সঙ্গে কিডনির সমস্যাও রয়েছে। আগে থেকেই রক্তচাপ সংক্রান্ত সমস্যা ছিল অনিকেতের। তার জেরেই বেড়েছে জটিলতা। সিসিইউতে ডাক্তারদের কড়া নজর অনিকেতের উপর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। মহাষ্টমীর সন্ধেয় ধর্মতলার অনশন মঞ্চে মহা সমাবেশের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে সাধারণ মানুষের আসার আহ্বান জানান। সন্ধের পর থেকে অনশন মঞ্চে ব্য়াপক জনসমাগম দেখতে পাওয়া যায়। এই অবস্থানে সমাবেশে জুনিয়র চিকিৎসকরা বড় কিছু ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।  

 tamacha4.jpeg