নিজস্ব সংবাদদাতা: সোমবার মাসের শুরুতেই পকেটে ধাক্কা। দাম বেড়ে গেল পেট্রোল-ডিজেলের। দেখে নিন আজ পেট্রোল পাম্পে কত টাকা দিয়ে আপনাকে কিনতে হবে পেট্রোল-ডিজেল।
/anm-bengali/media/media_files/2h7ew6yeY0w9ymiznt2e.jpg)
লিটারপ্রতি পেট্রলের দাম ১ টাকা ১ পয়সা বেড়ে হল ১০৪ টাকা ৯৫ পয়সা। ডিজেলের দাম ১ টাকা বেড়ে হল লিটারপ্রতি ৯১ টাকা ৭৬ পয়সা। আজ থেকেই রাজ্যজুড়ে লাগু হয়ে গেল নতুন দাম। রাজ্যের করের কারণেই জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অনুমান। লোকসভা ভোটের আগে মার্চের মাঝামাঝি সময়ে প্রায় ২ টাকা দাম কমিয়ে দেওয়া হয়েছিল পেট্রল-ডিজেলের।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)