নিজস্ব সংবাদদাতা: বুধবারে একাধিক বিজেপি শাসিত রাজ্যে কমেছিল পেট্রোল-ডিজেলের দাম। কিন্তু পশ্চিমবঙ্গে সেই একই অবস্থা। দাম না বাড়লেও মোটেই দাম কমেনি জ্বালানির। চেন্নাই, আগ্রা, আহমেদাবাদ, ছত্তিশগড়ে তেলের দরে রদবদল ঘটেছে।
কলকাতায় আজ দাম কত জ্বালানির?
আজ কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
অন্যদিকে, এ রাজ্যের সঙ্গে দিল্লির পেট্রোলের দামের প্রায় লিটার প্রতি ১০ টাকার পার্থক্য!
দিল্লিতে পেট্রোল ৯৬.৭২ টাকা প্রতি লিটার। ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি আহমেদাবাদ, অন্ধ্রপ্রদেশ -সহ একাধিক রাজ্যে জ্বালানির দর বেড়েছে। এছাড়া, ২৮ ফেব্রুয়ারি চেন্নাই, আগ্রা, আজমির, আসাম, বিহার, ছত্তিশগড় -সহ একাধিক রাজ্যে জ্বালানির দর কমেছে।