নিজস্ব সংবাদদাতা: করমণ্ডল দুর্ঘটনার ভয়ানক স্মৃতি আবার ফিরিয়ে আনল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আজকের দুর্ঘটনা। রাঙাপানির কাছে একটি মালগাড়ি ধাক্কা মারে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তারপরেই ক্রমশ বাড়ছে ঘটনার ভয়াবহতা।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ঘিরে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। এক টুইটার ব্যবহারকারী রীতিমত মন্ত্রীকে ট্যাগ করে প্রশ্ন করে বসলেন যে এবার কি তিনি এই ঘটনার দায়ভার নিয়ে পদত্যাগ করবেন? এর থেকে পরিষ্কার সাধারণ মানুষ চাইছে না আরেকটা করমণ্ডল দুর্ঘটনার মতো পরিস্থিতি আসুক দেশে।
ওই ব্যবহারকারী লেখেন, 'আরেকটা দিন আরেকটা ট্রেন দুর্ঘটনা। কবচ ব্যবস্থা কোথায়? অশ্বিনী বৈষ্ণব দায়ভার নিয়ে অন্তত এবার পদত্যাগ করবেন নাকি বন্দে ভারত রিল আপলোড করে চালিয়ে যাবেন?'