নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের হিন্দুদের ওপর হয়ে চলা অবিরাম অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে এবার মুখ্যমন্ত্রীকেও দুষলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
এদিন তিনি এই প্রসঙ্গে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন হিন্দু হওয়া সত্ত্বেও ওয়াকফ বিল নিয়ে তুষ্টির রাজনীতি করছেন। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়ে তিনি নীরব রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতাদের দ্বারা করা হিন্দু বিরোধী মন্তব্যের প্রতিক্রিয়া জানান না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের আসল উদ্দেশ্য বুঝতে শুরু করেছে। তারা দেখছেন যে তিনি তুষ্টির রাজনীতির মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চান”।