কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মায়াপুরের ইসকন

রঙের উৎসবে মাতোয়ারা কৃষ্ণভক্তরা।

author-image
Jaita Chowdhury
New Update
dfbdbf

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দোলের দিন কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মায়াপুরের ইসকন। শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষে এদিন মন্দির প্রাঙ্গনে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্তরা এসে ভিড় করেছেন। 

উল্লেখ্য, মায়াপুরের ইসকন মন্দিরে গৌড় পূর্ণিমা উৎসবের সূচনা হয়। আবির বা অন্য রং নয়, এদিন কৃষ্ণপ্রেমে নিজেদের রাঙিয়ে তোলার পালা। সকালে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা, দিনভর বিশেষ পুজোর সঙ্গে হরিনাম সংকীর্তন। 

sADDWQD
ফাইল চিত্র