বিনা চিকিৎসায় রোগী মৃত্যু, ব্যান্ডেল ESI হাসপাতালে উত্তেজনা

হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যু। ব্যান্ডেল ইএসআই হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বাড়ল উত্তেজনা। রোগীর আত্মীয়দের এই বিষয়ে অভিযোগ যে, মূলত চিকিৎসা গফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে।

author-image
Jaita Chowdhury
New Update
midnapore-medical-college-and-hospital

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যু। ব্যান্ডেল ইএসআই হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বাড়ল উত্তেজনা। রোগীর আত্মীয়দের এই বিষয়ে অভিযোগ যে, মূলত চিকিৎসা গফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। তবে চিকিৎসক, নার্সদের মৃত্যুর কারণ জিজ্ঞেস করতে গেলে তাঁদের সঙ্গেও নাকি দুর্ব্যবহার করা হয়। কার্যত ঘাড় ধাক্কা দিয়ে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয় বলে খবর। এদিকে,

হাসপাতাল সূত্রে খবর, মৃতার নাম কিরণ দেবী সাউ। বছর পঁয়েতাল্লিশের কিরণদেবী ছিলেন  মগড়ার বরোপাড়া বন ফ্রির বাসিন্দা। সেখানের পোশাক তৈরির কারখানায় কাজ করতেন তিনি। গত ৮ জানুয়ারি কিরণদেবী পেটে ব্যথা নিয়ে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে ভর্তি হন। তারপর গত ১০ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার ভোরে মৃত্যু হয়। রোগী আত্মীয়রা অভিযোগ তুললেন, কিরণদেবী যন্ত্রণায় কাতরাতে থাকলেও তাঁকে দেখার জন্য হাসপাতালে কোনও ডাক্তার ছিল না। ১০ দিন ধরে বিনা হাসপাতালে চিকিৎসাতেই মৃত্যু হয়েছে রোগীর। অভিযোগ,  রেফার করার কথা বললেও হাসপাতাল তা করেনি।