নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। রাজসাক্ষী হওয়ায় অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের নাম। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে পিটিশন দাখিল করে বিষয়টি জানিয়েছে।
কিছুদিন আগেই ইডির বিশেষ আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছিলেন কল্যাণময়। নিজের অপরাধ মার্জনা করার আবেদন জানান তিনি। আদালত নির্দেশ দেয়, তিনি ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে পারবেন। গত মঙ্গলবার নগর ও দায়রা আদালতের ২০ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন তিনি। আর তারপর আজ দেখা গেল চার্জশিট থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/CImikMqMexhVFngnzKic.jpg)
ইডির তদন্তে উঠে এসেছে, পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে দুর্নীতির তথ্য। পার্থর জামাই কল্যাণময় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একাধিক সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন। পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে ট্রাস্টের মাধ্যমে কলকাতা ও বিভিন্ন জেলায় বিপুল পরিমাণ জমি কেনা হয়। ইডির জেরার মুখে দাবি করেন, শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই বাধ্য হয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
আপাতত, আগামী ২৬ ও ৩১ মার্চ পার্থর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন আরও দু’জন। নিয়োগ দুর্নীতির তদন্তে এই ঘটনা নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।