বড় খবর: হৃদরোগে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৩ বছর ধরে জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Partha Chatterjee

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলেই এই মুহুর্তে খবর আসছে। সম্প্রতি সরকারি এসএসকেএম থেকে মুকুন্দপুরের বেসরকরি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেদিন বেশ 'প্রসন্ন' লাগছিল তাঁকে। তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের মাইল্ড হার্ট অ্যাটাক হয় বলে জানা যায়। জানা গিয়েছে, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনুপ খৈতানের অধীনে চিকিৎসাধীন আছেন পার্থ চট্টোপাধ্যায়। আর এর মধ্যেই খবর আসছে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তাঁর অবস্থা কীরকম তা জানা যায়নি এখনও। চিকিৎসা চালাচ্ছেন চিকিৎসকেরা।

partha jail.jpg

নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৩ বছর ধরে জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি সুপ্রিম কোর্ট তাঁকে ফেব্রুয়ারি মাসে জামিন দেওয়া হবে বলে জানিয়েছিল। আর তাঁর মধ্যে জেলে থাকতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। আপাতত, বেসরকারি হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর। 

Partha-Chatterjees-party-office-ezgif.com-webp-to-jpg-converter (1)