নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব করা থেকে ৯ টা ধরে জিজ্ঞাসাবাদ চালানো, রাজ্য রাজনীতিতে তথা কলকাতা শহরের আলোচ্য বিষয়গুলির মধ্যে ওপরের সারিতে রয়েছে বিষয়টি। অভিষেককে নিয়ে যখন একদিকে চর্চা হচ্ছে, অন্যদিকে তখন ক্ষোভের সুর পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। প্রসঙ্গত, সোমবার আলিপুরের সি জে এম আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের। এদিন আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায়কে অভিষেককে সিবিআই তলব নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টতই জানান যে ৩০০ দিনেরও বেশি সময় ধরে বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে তাকে। সেটা নিয়ে কেউ কিছু বলছে না। অভিষেককে নিয়ে চর্চার মাঝে নিজেকে উপেক্ষিত বলে মনে করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? কিছুদিন আগেও নবজোয়ার জনজোয়ার বলে অভিষেকের পাশেই দাঁড়িয়েছিলেন তিনি। এবার দেখা গেল উল্টো ছবি।