‘মরে গেলে আর আমার বিচার করবেন কী করে?’ প্রশ্ন করলেন পার্থ চট্টোপাধ্যায়

মঙ্গলবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছিল। সেখানে সশরীরে আসেন পার্থ চট্টোপাধ্যায়। এজলাসে তাঁর আইনজীবী বিচারককে নিজের মক্কেলের অসুস্থতার কথা জানান। তারপরেই মুখ খোলেন পার্থ।

author-image
Anusmita Bhattacharya
New Update
Partha Chatterjee

নিজস্ব সংবাদদাতা: তিনি অসুস্থ। জেলে সঠিক সময়ে চিকিৎসা হচ্ছে না। মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতের এজলাসে দাঁড়িয়ে এমন অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অসুস্থ অবস্থায় চিকিৎসা না হওয়ার কারণে যদি তাঁর মৃত্যু হয়, তবে বিচার কীভাবে হবে, বিচারকের উদ্দেশ্যে এই প্রশ্নও করেন তিনি। বিষয়টি দেখার আশ্বাস দেন বিচারক। পার্থ বলেন, 'স্যর একটা কথা বলতে চাই। আমার অসুস্থতার কথা জেল সুপার হাসপাতালকে লিখে দিচ্ছেন। হাসপাতাল ১০ দিন পর রিপোর্ট ব্যাক করছে। এক জন আক্রান্ত হবেন, তার ১০ দিন পর এসে চিকিৎসক দেখবেন! দেখুন একটু'। এজলাসেই বিচারক জানান যে এ বিষয়ে তিনি কিছু জানতেন না। তারপরেই বিচারকের সামনে হাত জোড় করে পার্থ বলেন, 'দেখুন স্যর! মরে গেলে আর বিচার করবেন কী করে? স্যর, ৩০০ দিনের উপর হয়ে গিয়েছে'।