নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই প্রাথমিকে নিয়োগের পরীক্ষার ওএমআর শিট নষ্ট করা হয়েছিল। গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। তার নির্দেশেই হয়েছিল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, বিশেষ আদালতে জানালেন সিবিআইয়ের আইনজীবী। এই নিয়ে গোপন জবানবন্দী রেকর্ড করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়, দাবি করল সিবিআই। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা চাকরির সুপারিশ করেছেন। নামের তালিকা মিলেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা বাকি আছে, এমনটাই জানাল সিবিআই।
/anm-bengali/media/media_files/TTa6mzhZ0lx5hk14ZbuZ.jpg)