নিজস্ব সংবাদদাতা: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আরজি। ১৭ ডিসেম্বর হাইকোর্টে শুনানি। নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন চেয়ে সওয়াল আইনজীবীর। নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ই কিং মেকার। তাকেই দুর্নীতির মূল চক্র বলে সওয়াল সিবিআই এর। "অরবিন্দ কেজরিওয়াল অনেক বেশি ক্ষমতাশালী তাও তাকে জামিন। পার্থ চট্টোপাধ্যায় তো এখন পার্টির সদস্যও নন", দাবি তার আইনজীবীর।