পার্থ চট্টোপাধ্যায়ের জামিন! শেষমেশ পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন

কে প্রশ্ন তুললেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
Partha

নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী ইডি, সিবিআই এবং জেল হেফাজতে কতদিন ছিলেন, জানতে চেয়েছিল বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ। কিন্তু সেই সংক্রান্ত তথ্য দিতে গিয়ে দেরি হয়ে যায় আইনজীবীদের। তার পরিপ্রেক্ষিতেই বিচারপতি সূর্যকান্ত জবাব দেন যে গতকাল রাতে এই রিপোর্টের খোঁজ করলেও রিপোর্ট জমা দেওয়া হয়নি। 

বস্তুত, আদালতকে মর্যাদা দেওয়া ও আইনজীবীদের কর্ম সংস্কৃতি নিয়ে রীতিমতো রেগে যান বিচারপতি। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। শনিবার আদালতে ইডির আইনজীবী রিপোর্ট জমা দেন।