খাস কলকাতায় এবার পার্কিং দুর্নীতি

পার্কিংয়ে টাকার লেনদেনে অনিয়মের গন্ধ !

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে জুড়ে চলছে ঘোর দুর্নীতি। শিক্ষা, রেশন দুর্নীতির পরে এবার কলকাতার বুকে সামনে এল পার্কিং দুর্নীতি। সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতায় পার্কিং লটগুলিতে বরাদ্দ হয়েছিল ৫৬৪টি মেশিন। কিন্তু, ব্যবহার হচ্ছে বরাদ্দের ১০ শতাংশ বা তারও কম মেশিন। ফলে বেশিরভাগ পার্কিংয়ে মেশিন না থাকার দরুণ সেই টাকাড় কোনও হিসেব রাখা সম্ভব না। 

Car Parking | Kolkata Municipal Corporation has launched an app to stop  illegal parking in Kolkata city dgtl - Anandabazar

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, মূলত বেআইনি পার্কিং রুখতেই পার্কিং লটে মেশিনের ব্যবহার চালু করা হয়েছে। তবে বর্তমানে মুখ্যমন্ত্রী পার্কিং লটে স্বচ্ছতা আনার জন্য কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন।   

Kolkata Parking Fee | Parking Fees increased in Kolkata from Today dgtl -  Anandabazar

Adddd