'ডাক্তাররাই জড়িত প্রমাণিত হলে ওই ধর্ষণের দায় সব চিকিৎসককেই নিতে হবে'-লিখলেন এই সাংসদ

কার এমন দাবি?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
junior-doctors-others-summoned-for-questioning-in-kolkata-doctor-rape-murder-case

নিজস্ব সংবাদদাতা: আর জি করের ঘটনা নিয়ে দেশ জুড়ে চলছে শোরগোল। এই নিয়ে সিবিআই নেমেছে তদন্তে। 

cbi.jpg

শুধু কলকাতা নয়, তার বাইরেও বহু জায়গায় নারীরা এবং পুরুষরা মিলে আন্দোলনে নেমেছে। এমনকি ডাক্তাররাও জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। বহু জায়গায় ব্যহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। 

vcvcvx44.jpg

এবার এই বিক্ষোভ নিয়ে লিখলেন নির্দল সাংসদ পাপ্পু যাদব। তিনি লেখেন, 'চিকিৎসকরা ধর্মঘটে যান এবং ১২ জন মারা যান। এই গণহত্যার জন্য কে দায়ী? কলকাতায় গণধর্ষণকাণ্ডে ডাক্তাররাই জড়িত প্রমাণিত হলে ওই ধর্ষণের দায় সব চিকিৎসককেই নিতে হবে। যেখানেই ডাক্তাররা ধর্ষক এমন হয় যে এই ডাক্তার সমাজের কাছে সাপ। কেন গন্ধ হয়? তাহলে নীরবতা কেন?'

पप्पू यादव: कभी थे लालू यादव के सबसे खास, फिर उन्हीं की पार्टी ने निकाला  बाहर - Bihar assembly election 2020 Pappu yadav political profile JAPL  chief and former MP atsn - AajTak