নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত ভোট। আজ মঙ্গলবার সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আজ হাইকোর্ট আরও জানিয়েছে, শান্তিতে ভোট করাতে হলে কেন্দ্রীয় বাহিনীকে জরুরি। যেসব স্পর্শকাতর এলাকা সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এছাড়া যেখানে রাজ্য পুলিশকে দিয়ে ভোট করানো সম্ভব না বলে মনে করবে রাজ্য নির্বাচন কমিশন সেখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করাতে হবে কমিশনকে। এমনকি যে জায়গাগুলিতে রাজ্য পুলিশের উপস্থিতি কম হবে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে রাখতে হবে। আজ রাজ্য কমিশনকে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।