নিজস্ব সংবাদদাতাঃ সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্ধদেব ভট্টাচার্য। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার প্রয়াণের পরে তাঁকে সম্মান জানাতে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করা হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/9f06c085c76508f3b6d0f467d07c1f8ebf05c48379048e3625efac709f02ee55.jpg?w=760&auto=format%2Ccompress&fit=max&format=webp&dpr=1.0)
সূত্র মারফত জানা গিয়েছে যে, পাম অ্যাভিনিউয়ের নাম বদলে হতে চলেছে বুদ্ধদেব ভট্টাচার্য্ সরণী। কলকাতা পুরসভার পক্ষ থেকে নতুন নামের ফলক লাগানো হবে পাম অ্যাভিনিউয়ে।
/anm-bengali/media/post_attachments/bff3316336895b4bd9298d9b2e2f6f3673eb636b50d50dd52868c098381910bc.jpg?$p=1d21078&f=16x9&w=490&q=0.8)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, পাম অ্যাভিনিউয়ের একটি ছোট ফ্ল্যাটেই থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/post_attachments/6cf48b7de30ece2a60de1c1cfc67236836d4a11bb11e4b4b8ff021880739528e.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)