পল্লী উন্নয়নের ‘বিবাহের অনুষ্ঠানে’ আপনাদের সকলকে স্বাগত…

এবছরে পল্লী উন্নয়ন সমিতির পুজোর থিম হল ‘মিলন’। কাদের মিলন জানেন কি?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
308505814_463429615757500_3213775050024768902_n.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পল্লী উন্নয়ন সমিতি। দেখতে দেখতে পেরিয়েছে ৬৮টি বছর। এবার তারা ৬৯ তম বর্ষে পড়ল। এবছরও তাঁদের ভাবনায় ধরা পড়ছে একদম অন্য স্বাদের পুজোর থিম।

তাঁদের এবছরের পুজোর থিম হল ‘মিলন’। একটি বিবাহকে ঘিরে তৈরি প্রেক্ষাপট। কার বিবাহ? মনে প্রশ্ন আসছে তো। এখানে দেখানো হচ্ছে শিব-পার্বতীর বিবাহ। সেই বিবাহকে ঘিরেই সেজে উঠবে গোটা মণ্ডপ। এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি পর্ব। শিল্পীও ভীষণ ব্যস্ত কাজ শেষ করতে।

WhatsApp Image 2023-09-01 at 14.01.29.jpeg

এবছর পল্লী উন্নয়ন সমিতির শিল্পী হচ্ছেন শ্রী সোমনাথ ভৌমিক। মূল সৃজনে থাকছেন সোমনাথ তামলী, প্রতিমা শিল্পী- আলোক দে, আলোকসজ্জায় থাকছেন দীপঙ্কর দে। এবছর তাঁদের পুজোর বাজেট ১২ থেকে ১৩ লাখের মধ্যে।