নিজস্ব সংবাদদাতা: আজ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তবে নাকি বড় দুর্ঘটনা ঘটতে পারত। নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস দুর্ঘটনাস্থল থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে তখন। তবে সেই বিপদ এড়ানো গেছে।
পদাতিক এক্সপ্রেসের যাত্রী ও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ফেসবুকে লেখেন, 'আরো বড় ভয়াবহ দুর্ঘটনা হতে পারতো!রাঙ্গাপানি দুর্ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস আটকে গেলো। কিছু সময়ের এদিক ওদিক হলেই দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির বদলে পদাতিক ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক লাইনে চলে আসতো বলে জানা যাচ্ছে। রেলের ত্রুটিপূর্ণ সিগন্যালিং এর কারনে... পদাতিক এক্সপ্রেসের যাত্রী হিসেবে এই অভিজ্ঞতা।'