নিজস্ব সংবাদদাতা : বিজেপির অন্দরে কোন্দল, কর্মীদের একাংশের ক্ষোভের প্রকাশের সাক্ষী থেকেছে বাংলা। এমনকি রাজ্য সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ আছড়ে পড়েছে। এবার সাংগঠনিক সমস্যা দূর করার উপায় বাতলালেন বিজেপির অনুপম হাজরা। তার সাজেশন হল, প্রাণের ঝুঁকি নিয়ে, বুথ স্তরে দলের জন্য লড়াই করা মানুষগুলোকে কর্মচারী না ভেবে যেদিন থেকে সহকর্মী ভাবেন দলের নেতারা, সদিন থেকে সংগঠনের অধিকাংশ সমস্যাই দূর হয়ে যাবে। তবে, যেকোনো দলের ক্ষেত্রেই সাংগঠনিক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কী করণীয় তা লিখে বোঝালেন অনুপম।