নিজস্ব সংবাদদাতা : ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়ার ময়নাতদন্ত হবে আরো একবার। মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যকে দ্রুত মৃতদেহ কলকাতার কমান্ড হাসপাতালে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত তার নির্দেশে আরো জানিয়েছে যে পরিবারকে মৃত দেহ দেওয়ার অনুমতি দিতে হবে, কমান্ড হাসপাতাল টিম তৈরি করে দ্বিতীয় ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করবে। সেই সময় রাজ্য চাইলে ২ জন বিশেষজ্ঞ রাখতে পারে বলেও অনুমতি দিয়েছে আদালত। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট ময়না থানা ও আদালতে জমা দেওয়ার নির্দেশ দিতে হবে। বিজয় কৃষ্ণ ভুঁইয়া ও প্রতিবেশী অমিত তাঁতির বাড়ি চার সপ্তাহ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাখার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে, রাজ্যের আইনজীবী আদালতকে জানিয়েছেন যে নিহতের পরিবারকে নিরাপত্তা দিতে রাজি। মঙ্গলবার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃত বিজেপি নেতার পরিবার। মামলার শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেই মামলার শুনানিতেই আদালত আরো জানিয়েছে যে বিজয় কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যুতে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই এফআইআর-এ নতুন ধারা যোগ করতে হবে। তদন্তের গতি-প্রকৃতি নিয়ে সোমবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। বিকেলের পরই বা কেন ময়নাতদন্ত করা হয়েছে সেই উত্তরও জানতে চেয়েছে আদালত।